মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু
আজকে আমার হৃদয় মাঝে
দিপ্ত আলো উঠলো মেজে
বিশ্ব রবির আলো সেথায় পশালো আধাঁর কালো ।
একোন আলো হেরলাম আমি আলোর চেয়ে ভালো ?
আমার নয়ন মাঝে হরষ ফুটে আবেশে ভাসলো
হাসলো আমার হিয়া মাঝে আবেগ রস ঝরালো ।
একোন আলো হেরলাম আমি আলোর চেয়ে ভালো ?
গানের ছন্দে ভাব মুগ্ধতার মধু
জোত্স্নার চেয়ে তৃঞ্চা মেটা বিধু,
আমায় হরে নিল অনুরাগের নব নব তরঙ্গ মালাগুলো ।
আমার হৃদ যমুনা উথলে উঠে হিল্লোল দোলো দোলো ,
ঝরল নেশা প্রাণের মাঝে সেজে সেজে যৌবনা নির্মালো ।
একোন আলো হেরলাম আমি আলোর চেয়ে ভালো ?
আমায় আন্দোলিত করে হরে প্রাণ
মৃদুস্পর্স স্ফীত পরশে হৃদয় উদ্যান
অমল কোমল পুষ্প সাজান ফুল্লবনে ফুটে নব পল্লবগুলো ।
মনভ্রমরা মধুকুঞ্জ হর্ষে গুঞ্জে কলিপুঞ্জে মৌ-নিহারিলো,
রস-রস-রাশে আলো যাছে মধুতুষে নব যৌবন বিভাসিলো ।
একোন আলো হেরলাম আমি আলোর চেয়ে ভালো ?
কুমল সুধায় ঝরোঝরো ঝরে স্ফ্রীত
হিল্লোলে আজ গায়ে ফুটে ভাব প্রীত
অধর ভরা মাধুরী লহর মায়া ছলছল খলখলে বিভোলো ।
মনবনে সৌরভ উচ্ছাস কমল ঝরা চঞ্চল রাগ উদ্ভাসিলো
শিহরণী অমল ধ্বনী মনোহরিণী ছন্দ মাঝে সুরধরালো ।
একোন আলো হেরলাম আমি আলোর চেয়ে ভালো ?
No comments:
Post a Comment