অনন্ত
হে অনন্ত, লীলাময় বিশ্ব স্রষ্টা,
নির্বিঘ্নে সৃজেছ সৃষ্টি নিপুণ
কারোকার্য নির্গূঢ় অপুরন্ত নিষ্টা ।
প্রেম-উচ্ছাসে বাসনা রচে
আপন চুরতের জ্যোতে
প্রেম সাথে সৃজিলা যে কায়া ।
নিজে থেকে নিত্য গড়েছ অনিত্য
অমৃত্য সুধা সৃষ্টির প্রানে ভরিয়া ।
তোমার আমার
বাঁধন
তোমার আমার বাঁধন বল
কেমনে যাবে হারি
তুমি যে হলে প্রেমের গুনি
আমি, তব দ্বারে ভিখারী ।
ভিক্ষা আমায় দাও হে না দাও
আমি, আসব ফিরি ফিরি
যতই ফেরাও খালি হাতে
আমায়, আসতে হবে ঘুরি ।
আমি, তব দ্বারে ভিখারি ।
জলচোখ তুমি কষ্ট আমি
কত, চলবে আমায় এড়ি
ভরসা তুমি আশা হই আমি
এক দিন বহিবে বারী ।
আমি, তব দ্বারে ভিখারী ।
জলহীন সাগর হয় না
জলথাকেনা সাগর ছাড়ি
এটিই, তোমার আমার বাঁধন
কেমনে দেবে ছিড়ি ।
আমি, তব দ্বারে ভিখারি ।
হৃদয়ানুভব
আমি মনে করি তুমি আছ
এ অনুভব তুমিইতো দিয়েছ
আমার মাঝে অনিত্য ভাব
হৃদয়-মাঝে জাগিয়ে রেখেছ ।
তাইতো বুঝি হিয়ায় দোলিতেছ ।
আমি যখন মরার ঘুমে
পরানটি মোর সজাগ ভ্রমে
কানন গিরি পাহাড় সমে -
তুমিইতো ঘুরিয়েছ -
আবার আমার প্রয়োজনে
পরান ফিরিয়ে দিয়েছ ।
তাইতো বুঝি হিয়ায় দোলিতেছ ।
ব্যাকুলতায় আকুল হয়ে ঝরি
হাঠাত্ হৃদয় অমৃতে যায় ভরি
এইতো তোমার লোকচুরি -
সুধা মেজে আন্তর ভরেছ ।
ভাব পরশে মনে মিশে
চরণ হনে মধুর আলোকছুঁড়ি
আমার হৃদয় ছুঁয়েছ ।
তাইতো বুঝি হিয়ায় দোলিতেছ ।
No comments:
Post a Comment